যাই বলেন গডমাদার বইলেন না: শামীম ওসমান

যাই বলেন গডমাদার বইলেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমাকে গডমাদার বইলের না আমি পুরুষ মানুষ।

সোমবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, কারো ইচ্ছে হলে আমাকে একদিন ব্রাদার, একদিন ফাদার, আবার আরেকদিন গডফাদার বলতে পারেন। কিন্তু ভাই, যাই যাই বলেন না কেন, গডমাদার বলবেন না। আমি তো পুরুষ গডমাদার আমার সাথে যায় না।

এসময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না।