যোগ্যতা অনুযায়ী মূক ও বধিরদের সরকারি প্রতিষ্ঠানে চাকুরী প্রদানের দাবি

যোগ্যতা অনুযায়ী মূক ও বধিরদের সরকারি প্রতিষ্ঠানে চাকুরী প্রদানের দাবি

বরিশালে যোগ্যতা অনুযায়ী মূক ও বধিরদের সরকারি প্রতিষ্ঠানে চাকুরী প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ পালন উপলক্ষে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে বরিশাল মূক ও বধির সংঘের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল মূক ও বধির সংঘের সভাপতি আজিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ইশারা ভাষায় বক্তব্য রাখেন সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, মো. ফরহাদ হোসেন রনি, রাকিব আল হাসান, মো. সুমন খান, আবু ছালেক সাকিল, জাহিদ হাসান। মানববন্ধনে দোভাষী হিসেবে নওশাদ মিয়া তাদের ইশারা ভাষার বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন। মূক ও বধিরদের পরিবার ও স্বজনরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে মূক ও বধিরদের পক্ষে দোভাষী নওশাদ মিয়া যোগ্যতা অনুযায়ী মূক ও বধিরদের সরকারি যে কোন প্রতিষ্ঠানে চাকুরীসহ কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।