রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

রংপুরের পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তছির উদ্দিন (৭০) নামে এক ব্রদ্ধ আত্মহত্যা করেছেন। 

আজ সোমবার (১৩ জুলাই) বেলা আনুমানিক ১১টা নাগাদ পীরগাছা রেলস্টেশনের দক্ষিণ রেলগেইট সংলগ্ন এ ঘটনা ঘটে। তছির উদ্দিনের বাড়ি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ (বেকাটারী) গ্রামে। তিনি এলাকায় তছির হাজি নামে পরিচিত। 

স্বজন ও এলাকাবাসী জানায়, তছির উদ্দিন কিছুদিন পূর্বে জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে মনে ক্ষোপ নিয়ে সোমবার ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তছির হাজি। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোনারপাড়া জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী ।