রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি লেবানিজ শিল্পী ও লেখক কাহলিল জিবরানের নামে উল্লেখ করে বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ভুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচিত হন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপ্রেরণামূলক নানা ধরনের লেখা ও বক্তব্য শেয়ার দেন ইমরান। এবারও সেটি করতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি।
টুইটারে তিনি একটি উক্তি তুলে ধরেন। ক্যাপশনে তিনি লেখেন, “যারা সদিচ্ছা শব্দের অর্থ খুঁজতে চান, তারা নিচে জিবরানের এই লেখাটি পড়ুন। আর আনন্দের সঙ্গে জীবন উপভোগ করুন।”
বাংলা অনুবাদে উক্তিটি ছিল, “আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন শুধুই আনন্দে পরিপূর্ণ। আমি জেগে উঠলাম আর দেখলাম জীবন কাজে পরিপূর্ণ। আমি কাজ করলাম এবং দেখলাম কাজই আনন্দ।”
মূলত এই উক্তি বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু সেটি তিনি উল্লেখ করেন আরবি ভাষার প্রভাবশালী কবি ও শিল্পী কাহলিল জিবরানের নামে। এ লেখকের লেখা 'দ্য প্রফেট' পৃথিবীব্যাপী বহুল পঠিত ও সমাদৃত।
ইমরানের এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই পাক প্রধানমন্ত্রীর এই ভুল নিয়ে হাসিঠাট্টা করতেও ছাড়েনি।
কেউ লেখেন, “নতুন পাকিস্তানের প্রধানমন্ত্রী সব গুলিয়ে ফেলেছেন।” কেউ আবার লিখেছেন, “এশিয়ার প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে অন্যের নাম দেওয়া লজ্জার।”
যদিও এ ব্যাপারে ইমরান খানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।