স্বপ্নের দুয়ারে আবাহনী

স্বপ্নের দুয়ারে আবাহনী
এএফসি কাপে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন বড় হলো আবাহনী লিমিটেডের। বুধবার ঘরের মাঠে নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিকে উড়িয়ে দিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে ওঠে গেছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন নেপালের চ্যাম্পিয়নদের ৫-০ গোলে হারায় আবাহনী। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল আকাশি-নীলরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে ঢাকার জায়ান্টরা। আবাহনীর পক্ষে গোলগুলো করেছেন নাবীব নেওয়াজ জীবন, বেলফোর্ড, জুয়েল রানা, সানডে চিজোবা ও মামুনুল ইসলাম। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আবাহনী। এদিকে একই দিন ভারতের চেন্নাইন এফসি ১-১ গোলে ড্র করেছে নিজ দেশের ক্লাব মিনেরভা পাঞ্জাবের সঙ্গে। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন দ্বিতীয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৬ জুন মিনেরভা পাঞ্জাবের বিপক্ষে খেলবে। এ ম্যাচে জিতলেই ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পা দেবে আবাহনী। অর্থাৎ আবাহনীর ভাগ্য এখন নিজেদের হাতেই।