রাজধানীতে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

রাজধানীতে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে বুধবার (১২ জুলাই) সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে এক্ষেত্রে ২৩টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লেখা এক চিঠিতে অনুমোদন দেওয়া হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা চিঠিতে সই করেছেন।