বরিশাল বিভাগে ৬৫৮১ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগে ৬৫৮১ জনের করোনা শনাক্ত

 

বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট ৬ হাজার ৫৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার  ৫৭০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, আর করোনায় বিভাগে মোট মারা গেছে ১৩০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বোশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ভোলা জেলা ব্যতিত বিভাগের ৫ জেলায় ৯৯ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের নবগ্রাম রোড এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৮০), বরিশালের বানারীপাড়া উপজেলার মো. মনিরুল আলম (৫৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাইদুর রহমান (৬০) এর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩০ জন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩০ হাজার ৫৮৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২৪ হাজার ৯৫ জনকে। এরমধ্যে ২১ হাজার ৫৫৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬ হাজার ৪৮৯ জন। এ পর্যন্ত ৪ হাজার ৭৫৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ১ হাজার ৮০৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ২ হাজার ৭৪৪ জন, পটুয়াখালীতে ১১৪৪, ভোলায় ৫৯২, পিরোজপুরে ৮১৬, বরগুনায় ৭৪৪ ও ঝালকাঠিতে ৫৪১ জনের করোনা পজেটিভ হয়েছে। যারমধ্যে ৪ হাজার ৫৭০ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ১৩০ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় সর্বোচ্চ ৪৯ জন, এরপর পটুয়াখালীতে ৩৫ জন, বরগুনায় ১৪, পিরোজপুরে ১৪ জন, ঝালকাঠিতে ১২ জন ও ভোলায় ৬ জন।