রাজধানী নার্সিং কলেজ ও ইস্টার্ণ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন

রাজধানী নার্সিং কলেজ ও ইস্টার্ণ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন

 

বরিশালে রাজধানী নার্সিং ও ইস্টার্ণ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয় হয়েছে।

গতকাল মঙ্গলবার ১৮ জুলাই বিকেলে রাজধানী নার্সিং কলেজ মিলনায়তনে নানা আয়োজন অনুষ্ঠিত হয়। কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২০২২ - ২৩ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  SEIP মূখ্য সমন্বয়কারী ও সিনিয়র মহাব্যবস্থাপক মোঃ জিয়া উদ্দিন ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক জহিরুল ইসলাম,দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ। 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ও সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া।আরও উপস্থিত ছিলেন আনোয়ার - মুজাহিদ নার্সিং কলেজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর দপ্তরে সম্পাদক মোঃ মুরাদ হুসাইন। এসইপির পোগ্রাম কো অর্ডিনেটর মোঃ আরিফ হোসেন, ডিডাব্লিউ এফ পোগ্রাম পরিচালক সজল চৌধুরী, রাজধানী নার্সিং কলেজের উপাধ্যক্হ গীতা রানী কুন্ড।

রাজধানী নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক জহিরুল ইসলাম ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন আপনারা চিকিৎসা সেবায় বড় সম্পদ। সেবার ব্রত নিয়ে পড়াশোনা করে
নিশ্চিত ভবিষ্যতে গড়ার সাথে সাথে দেশের মান বজায় রাখবেন। সাংস্কৃতিক আয়োজনে গান, নৃত্য,  বাঁশি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।