রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন:
"আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে"
"বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই"
"আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই"
সড়কে অবস্থানের কারণে রাজশাহী কলেজের সামনে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক ব্যবহার করেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গত বৃহস্পতিবার রাত ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিমুলকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিমুল প্রক্টরের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে পড়ে যান এবং তাতে তিনি আহত হন। তবে পরিবারের অভিযোগ, শিমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শিমুলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ শিমুলের বান্ধবীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছে।
মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, শিমুলের পরিবার হত্যা মামলা করতে চায়। তারা এজাহার নিয়ে সন্ধ্যার পর থানায় আসার কথা জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শিমুলের স্বজন এবং স্থানীয়রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিনোদপুর গেটসংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।