রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুর: মামলা দায়ের, মূলহোতা গ্রেফতার

রাজশাহী রেলস্টেশনে রানিং স্টাফদের কর্মবিরতি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহিদুল ইসলাম মঙ্গলবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল আহমেদ জানান, ঘটনার তদন্ত চলছে।
এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের সহায়তায় মূলহোতা সুমন আহমেদকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, সুমনকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বুধবার আদালতে পাঠানো হয়েছে।