ছাত্র আন্দোলন কর্মী ওপর যুবলীগ নেতার হামলার অভিযোগ

ছাত্র আন্দোলন কর্মী  ওপর যুবলীগ নেতার হামলার অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোলেমান মিয়ার ওপর যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোলেমান মিয়া বুধবার থানায় মামলা করেছেন, যেখানে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আহমদকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাওয়ার পথে পাড়ুয়া নোয়াগাঁও জামে মসজিদের সামনে যুবলীগ নেতা জুয়েল আহমদসহ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত সোলেমানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর স্থানীয় ছাত্র ও জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং হামলায় অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মামলার আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে।”