রাষ্ট্রের সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে

রাষ্ট্রের সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, চোখ কান খোলা রেখে রাষ্ট্রের সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নগর পুলিশের বিশেষ শাখা পরিদর্শন শেষে এসব কথা বলেন পুলিশ কমিশনার।

গত শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, নগর নিরাপত্তা তথা রাষ্ট্রের নিরাপত্তায় ইন্টেলিজেন্স রিপোর্ট যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে সঠিক চিত্র তুলে আনতে হবে। অনিয়ম, অগ্রহণযোগ্য, দুর্নীতির তথ্য নাশকতাকারী ও অন্তর্ঘাতমূলক কর্মকা- এড়াতে আগাম তথ্য সরবরাহ করতে হবে। মাদকসেবী ও মাদকবিক্রেতাদের সম্পর্কে আগাম তথ্য দিয়ে সহায়তা করতে হবে। রাজনৈতিক সন্দিগ্ধ, জামিনপ্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত জঙ্গীদের পর্যবেক্ষণ করতে হবে যেন কোন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে। সেবিষয়ে বিশেষ নজর রাখতে হবে।

এসময় উপপুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর হোসেন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।