রূপগঞ্জের সাবেক কাউন্সিলর বিস্ফোরক মামলায় গ্রেফতার

রূপগঞ্জের সাবেক কাউন্সিলর বিস্ফোরক মামলায়  গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গ্রেফতারকৃত আইয়ুব খান এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষের হয়রানি, দখলবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে পরিচিত। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে আইয়ুব খান পলাতক ছিলেন। শুক্রবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।