কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লার শাহপুর এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ভারতীয় কর্তৃপক্ষ এই কাজ অব্যাহত রেখেছে, যা বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি করেছে।
বিজিবি জানায়, পূর্বের চুক্তি অনুযায়ী বিএসএফ শাহপুর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি তৎপরতা বাড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার শাহপুর এলাকায় একটি পুকুরের একাংশ ভারতের এবং বাকি অংশ বাংলাদেশের ভূখণ্ডে পড়ে। দীর্ঘদিন ধরে উভয় দেশের বাসিন্দারা এটি ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত পিলারের কাছাকাছি নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে স্থানীয় বাসিন্দারা উদ্বেগে রয়েছেন।
শাহপুর এলাকার বাসিন্দা এমরান হোসেন বলেন, “বিএসএফ সীমান্তে অতিরিক্ত কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আমরা বিষয়টি নিয়ে আপত্তি জানালে স্থানীয়দের হুমকি দেওয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।”
বিজিবি’র কর্মকর্তা লে. কর্নেল এএম জাহিদ পারভেজ বলেন, “বিএসএফ পূর্বের চুক্তি অনুযায়ী কাজ করলেও আমরা তাদের কার্যক্রম মনিটর করছি। কোনো ধরণের আইন লঙ্ঘন হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিএসএফ যদি কোনো নাগরিককে হুমকি দেয়, তা প্রতিবাদ করা হবে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে।