র্যাব-৮ এর অভিযানে ভূয়া মেজর পরিচয়দানকারী প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

র্যাব-৮ এর অভিযানে ভূয়া মেজর পরিচয়দানকারী প্রতারক চক্রের সদস্য মো: সাইফুল ইসলাম (২৬) নামে এক জনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ১২.৩০ টার সময় র্যাব-৮ এর একটি আভিযানিক দল প্রতারক মো: সাইফুল ইসলাম চৌমাথার একজন স্থানীয় লোকের কাছ থেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদে চাকুরী দেওয়ার নাম করে টাকা নিতে এসে গ্রেফতার হয়।
মো: সাইফুল ইসলাম তার ব্যক্তিগত প্রাইভেট কারে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে সবসময় চলাফেরা করত এবং বিভিন্ন লোকদেরকে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করত।
এছাড়াও মো: সাইফুল ইসলাম দীর্ঘ ২/৩ বছর যাবৎ সরল রোগী ও তাদের স্বজনদের ফাঁদে ফেলে টাকা আদায় করে আসছে।
পরে উপস্থিত লোকজনের সামনে র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে মো: সাইফুল ইসলাম সেনাবাহিনীর সদস্য নয় জানান। এ ছাড়াও আরো বিভিন্ন লোকজনদেরকে চাকরী দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা পয়সা নিয়ে চাকরী না দিয়ে ওই টাকা আত্মসাৎ করছে এবং নিজেকে ডাক্তার বলে সাধারণ লোকজন এর সাথে প্রতারণা করে বিভিন্ন সময়ে টাকা আত্মসাৎ করে বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে।
এ ছাড়া পূর্বে মো: সাইফুল ইসলামের নামে কোতয়ালী থানায় চাকুরী দেওয়ার নামে টাকা আত্মসাতের মামলা রয়েছে।