গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা
খাদ্য পন্যে বিএসটিআই’র অনুমোদন না থাকা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন ভ্রাম্যমান আদালত চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে খাদ্যে পন্যে ভেজাল না দেওয়ার জন্য অনুরোধ জানান।