লন্ডনের হ্যাম্পস্টিডে টিউলিপ সিদ্দিকের অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাট

লন্ডনের হ্যাম্পস্টিডে টিউলিপ সিদ্দিকের অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাট

লন্ডনের হ্যাম্পস্টিডে টিউলিপ সিদ্দিকের বাসস্থান একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত কোম্পানি পেডরক ভেঞ্চারসের মাধ্যমে এই ফ্ল্যাটটি কেনা হয়। এতে বাংলাদেশের দুজন ব্যবসায়ী, নাসিম আলী ও মাসুদ আলী, জড়িত ছিলেন।

সোমবার দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে ২ লাখ ৪৩ হাজার পাউন্ডে পেডরক ভেঞ্চারস ফ্ল্যাটটি কিনে নেয়। ২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপারস ও আইসিআইজে’র নথিতে দেখা যায়, হারবার্টন এস এ নামের একটি অফশোর কোম্পানি পেডরক ভেঞ্চারস কিনে নেয়, যা পরে বন্ধ হয়ে যায়।

কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ করেন, যেখানে কম হারে কর দিতে হয়। নাসিম আলী ও মাসুদ আলী শ্যামলিমা লিমিটেড নামের একটি কোম্পানির মালিক, যা বাংলাদেশে জ্বালানি কোম্পানিগুলোর জন্য বিভিন্ন সেবা প্রদান করে।

২০১৬ সালে মঈন গনি নামের এক বাংলাদেশি আইনজীবী (ব্যারিস্টার) এই ফ্ল্যাটটি উপহার হিসেবে পান। পরবর্তীতে টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক এটি বিক্রি করেন ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে।

তবে, এই বিষয়ে যোগাযোগ করা হলে নাসিম আলী, মাসুদ আলী এবং মঈন গনি কেউ মন্তব্য করতে রাজি হননি।