লিভারপুলের প্রথম জয়

লিভারপুলের প্রথম জয়

লিগ শিরোপা নিশ্চিত করার পর প্রথম জয়ের দেখা পেল লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল নিজেদের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে হারাল ২-০ গোলে।

৩০ বছর পর লিগ শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। সেই হতাশা কাটিয়ে এদিন অ্যাস্টন ভিলার বিপক্ষে এল জয়। যদিও অবনমন অঞ্চলের দলটির বিপক্ষে জয় তুলে নেওয়াটাও অততটা সহজ হয়নি তাদের জন্য।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল আদায় করে লিভারপুল। ৭১ মিনিটে সাদিও মানে ও ৮৯ মিনিটে কার্টিস জোন্স গোল করেন।

এই জয়ে লিভারপুল চলতি মৌসুমে অ্যানফিল্ডে নিজেদের ১৭ লিগ ম্যাচের সব কটিতে জিতল। ২০১৯ সালের জানুয়ারিতে লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ঘরের মাঠে আর পয়েন্ট হারায়নি দলটি।

এদিকে এই হারে অ্যাস্টন ভিলা রেলিগেশনের শঙ্কায় পড়ল আরো বেশি করে। ৩৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ১৮তম স্থানে তারা।

চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৮৯। এক মৌসুমে ম্যানচেস্টার সিটির ১০০ পয়েন্টের রেকর্ড ভাঙার সুযোগ তাদের সামনে। লিগে এখনো বাকি তাদের পাঁচ ম্যাচ।