লুইপার সঙ্গী রোশান

প্রথমবারের মতো গান-ভিডিওতে এলেন জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন গানটির কণ্ঠশিল্পী লুইপা। ‘রঙ্গিলা হাওয়া’ নামের মিউজিক ভিডিওতে নাচের তালে মাতিয়েছেন তারা।
এ মিজানের কথায় এর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। লুইপার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সাইমন। ভিডিও নির্মাণ করেছেন তানভীর আহমেদ।
লুইপা বললেন, “আমি সব সময়ই চেষ্টা করি ভালো গান দর্শকের কাছে পৌঁছাতে। সে কারণেই বেশ আয়োজন করে এটি তৈরি। আর নায়ক রোশান খুবই আন্তরিক এবং বেশ সহযোগিতাপরায়ণ। তিনি থাকাতে ভিডিওটি নতুন মাত্রা পেয়েছে।”
ভিডিওটি প্রকাশিত হয়েছে লুইপা অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেলে।