বরিশালের ধর্ষণ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

১৮ বছরের তরুনীকে ধর্ষণের ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় দায়ের হওয়া মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তার রাজিব ফকির (১৮) বরিশালের হিজলা থানাধীন বাউশিয়া এলাকার মো. হাচেন আলীর ছেলে।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১১ অক্টোবর দিবাগত রাত সোয়া ১২ টার দিকে কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ১৮ বছরের ওই তরুনীকে মুঠোফোনে বাড়ির বাইরে আসতে বলে। বাড়ির বাইরে আসলে তাকে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ২ নম্বর আসামী রাজিব ফকির।
বিষয়টি অবগত হয়ে ছায়া তদন্তে নামে র্যাব-৮ এর সদস্যরা। যার ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি দল সোমবার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে আটককৃত মো. রাজিব ফকির ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।