লড়তে রাজি নন ড. কামাল খালেদা জিয়ার মামলা

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এ কথা জানিয়ে নতুন করে জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা। আগামী রোববার এ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এদিকে একটি সূত্রে জানা গেছে, এই মামলায় খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ড. কামাল হোসেনকে দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছিলেন বিএনপির নেতৃবৃন্দ। কিন্তু ড. কামাল জানিয়ে দিয়েছেন এ ধরনের মামলায় তিনি আইনজীবী হতে ইচ্ছুনক নন। তিনি এমন মামলা লড়েন না বলেও জানান।