শান্তিপূর্ণ পরিবেশে চলছে কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন

শান্তিপূর্ণ পরিবেশে চলছে কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন


 শান্তিপূর্ণ পরিবেশে চলছে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। তিব্র কুয়াশা উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথমবারের মত ইভিএম-এ ভোট দিতে পেরে খুশি নবীন ও প্রবীন ভোটাররা।  ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবাধ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে একাধিক ভ্রাম্যমান আদালত।

এছাড়া প্রতিটি কেন্দ্রে থাকবে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১০ জন পুলিশ ও ৯জন আনসার সদস্য। ভোটারদের নিরাপত্তায় কেন্দ্রের বাইরে অবস্থান করবে ৬ সদস্যের দশটি মোবাইল টিম।

মাঠে থাকবে ৪০৫ পুলিশ সদস্য নিয়ে গঠিত ৪টি পুলিশ ষ্ট্রাইকিং ফোর্স, ৩০ সদস্য নিয়ে গঠিত ৩টি র‌্যাব ষ্ট্রাইকিং ফোর্স ও ৪০ বিজিবি সদস্য নিয়ে গঠিত ২টি বিজিবি’র ষ্ট্রাইকিং ফোর্স। ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হলেও কেন্দ্রের বাইরে ভোটারদের বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম। কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন, কাউন্সিলর পদে মোট ৪৯ জন। এদের মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নির্বাচনে মোট ১২,৮৯১ জন ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন। এরমধ্যে মহিলা ভোটার ৬৫৫৭ জন ও পুরুষ ভোটার ৬৩৩৪ জন।