শিউলি ডাকুয়ার জয়

শিউলি ডাকুয়ার জয়

বরগুনা জেলার বেতাগী উপজেলার ৩নং হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মাইক প্রতীকের প্রার্থী শিউলি ডাকুয়া বিপুল ভোটে জয়ী হয়েছে। ভোট গননা শেষে মাইক মার্কার প্রার্থী শিউলি ডাকুয়া ১ হাজার ৫১ ভোট পেলে বিজয় ঘোষনা করে প্রিসাইডিং অফিসার।

সোমবার (২১ জুন) বরগুনা জেলার ৫টি উপজেলায় ২৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৬১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ২৬১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ওই আসনে মোট প্রার্থী ছিলো তিন জন। যাদের মধ্যে মাইক প্রতীকে শিউলি ডাকুয়া ১ হাজার ৫১ ভোট, কলম প্রতীকে মোসা: লিজা ৫৬৮ ভোট এবং মুক্তা আক্তার হেলিকাপ্টার প্রতীকে ৫০২ ভোট পেয়েছে।

এছাড়া বরগুনার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় লাভ করেছে।