শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরাসনসহ ৫ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মানববন্ধন

শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরাসনসহ ৫ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরাসন ও আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষ পরিষদ মানবন্ধন ও স্মারক লিপি প্রদান করে।

শুক্রবার (১১ মার্চ) বরিশাল নগরীর অশি^নীকুমার হলের সামনের সড়ক সদর  রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তাদের দাবি বাসস্তবায়নে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। 

মানবন্ধনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বরিশালের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রী  কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুলসহ জেলার অনান্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদেও ন্যায়  বেসকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেও ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদেও ৭ম  গ্রেড প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদেও দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষনা,  বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর সিএ-এর মাধ্যমে নিয়োগ ব্যবস্থা গ্রহণ করণ এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিগুলো তুলে ধরেন বক্তারা। 

বক্তারা আরো বলেন, আগামি ১৫ মার্চ প্রত্যেক জেলার জেলা প্রসাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হবে।