শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মানুষের ঢল

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মানুষের ঢল

ঈদের পঞ্চমদিনে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের কর্মস্থল ঢাকামুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন নিয়ে কয়েকটি ফেরি শিমুলিয়া ঘাটে এসেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে এসে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

অপরদিকে ঈদের যারা বাড়িতে যেতে পারেননি তারাও যাচ্ছে গ্রামের বাড়িতে ফলে এই নৌরুটের উভয় পাড়ে যাত্রী চাপ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত হোসেন জানান, সকাল থেকে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটি ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী এবং ব্যক্তিগত যানবাহন পারাপার করছেন তারা।

সকাল থেকে কর্মস্থল ঢাকামুখী যাত্রীদের অত্যধিক চাপ থাকায় বেশ কয়েকটি ফেরি শুধুমাত্র যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসেছে। নদীর উভয় পাড়ে যাত্রী এবং ব্যক্তিগত যানবাহনের চাপ রয়েছে। কিছু মানুষ যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা বাড়ি যাচ্ছেন আবার কিছু মানুষ ঈদ করে ঢাকা ফিরছেন সেজন্যই উভয়পাড়ে যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানান তিনি।