শিশুদের মনের কথা আগে বুঝতে হবে: মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনেয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, শিশুদের মনের কথা আগে আপনাকে বুঝতে হবে। তার পর শিশুদেরকে আপনার কথা বোঝাতে হবে। কারণ শিশুরা হচ্ছে আগামীর কা-ারী। তারা আমাদের দেশের ভবিষ্যৎ। বরিশাল একটি শিশুবান্ধব নগর হিসেবে গড়ে তোলা হবে।
খেলাঘর বরিশাল জেলা আয়োজিত সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধন করতে গিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ এসব কথা বলেন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সম্মেলন ও শিশু সমাবেশের অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র সাদিক।
উদ্বোধনের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শিশুদের মনের কথা আগে আপনাকে বুঝতে হবে। তার পর শিশুদেরকে আপনার কথা বোঝাতে হবে। আমাদের অনেক অভিভাবক আছেন, যারা শিশুদেরকে ভালো স্কুলে ভর্তি করাতে তদ্বির আর দুর্নীতির আশ্রয় নেন। আমি এটার সঙ্গে একমত পোষন করতে পারি না। আমি চাই, আগামী প্রজন্মের শিশুরা নিজেদের যোগ্যতা মেধা বিকাশ ঘটিয়ে বড় হবে। শিশুদেরকে জীবন শুরুতে দুর্নীতির দিকে ঠেলে দিবেন না। আমি বরিশাল সিটির উন্নয়নে শিশুদের বিষয় আগে ভাববো। প্রতিটি উন্নয়ন মূলক কাজে একজন মেয়র হিসাবে আছি এবং শিশুদের জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করে যাব।
মেয়র বলেন, জয়বাংলা শ্লোগান আমার দল আওয়ামী লীগের একার নয়, জয়বাংলা শ্লোগান এখন মুক্তিযুদ্ধের, স্বাধীন বাংলাদেশের সকল মানুষের শ্লোগান।
মেয়র বলেন, সিটি করপোরেশন নগরবাসীর প্রতিষ্ঠান। আমি সিটি করপোরেশন থেকে কোন ধরণের সুযোগ-সুবিধা গ্রহণ করতে আসিনি। আমি নগরবাসীকে সেবা দিতে এসেছি। আমি সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নগর ভবনকে দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করছি। সিটির দুর্নীতি মোকাবেলা করতে গিয়ে মাঝে মধ্যে ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। আমি কারো প্রতি নির্ভরশীল হয়ে কাজ করতে চাই না। আমাদের এই শহর পচ্ছিন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করে চলেছি। পরিস্কার পরিচ্ছন্নতার কাজ তদারকি করতে রাতের আঁধারে আমি তাদের পাশে থাকছি। প্রধানমন্ত্রী একজন মর্যদাপূর্ণ ভোটার। কিন্তু আমার কাছে প্রতিটি ভোটারের মূল্য সমান। এই নগরীর একজন রিক্সাওয়ালা আমার কাছে মূল্যবান ভোটার।
খেলাঘর বরিশাল জেলার সভাপতি শিশু সংগঠক জীবন কৃষ্ণ দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (সিটিএসবি) উপ-পরিচালক জুলফিকার আলী হায়দার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সম্মেলন ও শিশু সমাবেশের আহবায়ক ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রাহাত। সম্মেলন ও শিশু সমবেশে বরিশাল জেলার ১৬টি খেলাঘর আসরের কয়েকশত শিশু অংশগ্রহণ করে।
সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও এক সময়ের খেলাঘরের সংগঠক মো. আমিনুল ইসলাম খানকে। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেস অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
শনিবার দুইদিন ব্যাপী সম্মেলনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।