শেখ কামালের জন্মবার্ষিকী বরিশালে আওয়ামী লীগের পালন

শেখ কামালের জন্মবার্ষিকী বরিশালে আওয়ামী লীগের পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বরিশালে।

শুক্রবার  ৫ আগস্ট সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অংঙ্গ সংগঠন।প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পরপরই বরিশাল সিটি করপোরেশন মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 


এসময় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিদেহী আত্মার শান্তি কামনা করেন নেতৃবৃন্দ। এছাড়া সকালে দলীয় কার্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তলন করেন তারা।এ ছাড়াও বরিশাল মহানগর ছাত্রলীগ আয়জনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।