শেখ হাসিনার টানা নেতৃত্বে পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

শেখ হাসিনার টানা নেতৃত্বে পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। ছবি: সময় সংবাদ

শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য কাজ করতে পেরেছি। তাছাড়া একটানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে শেখ হাসিনা  ছিলেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।

দীপুর মনি বলেন, সমাজের প্রান্তিক মানুষদেরকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। যা অন্য কোনো সরকার করতে পারেনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার প্রমুখ।