শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ববি উপাচার্যের বিবৃতি

শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
আজ মঙ্গলবার ২৭ এপ্রিল ববি উপচার্য প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বলেন মহান এই নেতার মৃত্যু বার্ষিকীতে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বলেন শেরে বাংলা একে ফজলুল হক প্রগতিশীল গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য সংগ্রাম করে গেছেন।
দেশের প্রতি তার এই অগাধ ভালোবাসা ও মমত্ববোধ সব সময় আমাদের অনুপ্রাণিত করে। তাই আজকের এই দিনে আমাদের তরুণ প্রজন্ম শেরে বাংলার আদর্শকে বুকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় নিজেদেরকে গড়ে তুলবে এ প্রত্যাশা ব্যক্ত করছি।