টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটির সঙ্গে বরিশাল সদর উজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় বরিশাল সদর উপজেলার ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়ন পরিষদে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিটিজেন চার্টার/তথ্য বোর্ড হালনাগাদকরণ; বার্ষিক বাজেট, ভিজিডি ও বিজিএফ ইত্যাদির নিয়মাবলী ও তালিকা, স্থায়ী (স্ট্যান্ডিং) কমিটির পরিচিতি ইত্যাদি তথ্য জনসম্মুখে টানানো; সামাজিক নিরাপত্তা ওয়ার্ড সভা উপকারভোগী বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাদিহিতা; ওয়েব পোর্টাল হালনাগদকরণ; স্থায়ী কমিটির নিয়মিত সভা ও কার্যবিবরণী লিপিবদ্ধকরণ; অভিযোগ নিরসন কমিটি গঠন, অভিযোগ গ্রহণ ও নিরসন কৌশল; নিয়মিত ওয়ার্ড সভা উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান আয়োজন; পরিষদের বিভিন্ন সভায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি; নারী ও মারজিনালাইজডের জন্য আলাদা বাজেট ও এর সঠিক ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
৮ নম্বর চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন, সচেতন নাগরিক কমিটির সদস্য এর স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির সদস্য জেম্স মলয় সাহা চৌধুরী, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিরু বেগম, বাহাদুর হোসেন কালাম, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. নজরুল ইসলাম, মো. নূর হোসেন খান, ইউনিয়ন পরিষদ সচিব মো. শামিম আহম্মেদ প্রমূখ।
সভা সঞ্চালনায় ছিলেন টিআইবির এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন টিআইবির অ্যাসিস্টান্ট ম্যানেজার-এফএন্ডএ জুয়েল রানা ও সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।