অ্যারন ফিঞ্চের সেঞ্চুরির পর বল হাতে আগুন ঝরালেন জেসন বেহরেনডোর্ফ ও মিচেল স্টার্ক। এই তিনে ভর করে লর্ডসে ইংল্যান্ডকে একরকম গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম দল হিসেবে নিশ্চিত করল সেমিফাইনাল।
মঙ্গলবার স্বাগতিক ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড ২২১ রানেই থেমেছে।
বিশ্বকাপেরে মঞ্চে ১৯৯২ সালের পর আর ইংল্যান্ডের কাছে হারেনি অস্ট্রেলিয়া। ২০০৩, ২০০৭ ও ২০১৫ এই তিন আসরেই তুলে নিয়েছিল জয়। এবারো সেই ধারা ধরে রাখল অজিরা। ইংল্যান্ডের হারে অবশ্য খুশি হবে বাংলাদেশের দর্শকেরা। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। বাকি দুই ম্যাচের একটিতে হারলেও সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যেতে পারে ইয়ন মরগানের দলের। ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করল সেমিফাইনাল।