সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে স্মারকলিপি
বরিশালের গুণীজন ১৫ আগস্টের শহীদ সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ও সাবেক রাস্ট্রপতি আব্দুর রহমানসহ অন্যান্যদের দান ও অনুদানে প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ওই কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার বেলা ১২টার দিকে ওই কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেন।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নেতৃত্ব দেন ওই কলেজের সাবেক ছাত্র সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
খোকন বলেন, গত ফেব্রুয়ারিতে স্থানীয় রাজনৈতিক মহলের মতামত না নিয়ে জেলা প্রশাসক সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্ত্বের নামে করার প্রস্তুাব পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে। ওই প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষা বোর্ডের মতামত চেয়ে পাঠিয়েছে। এ খবর জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ওই প্রস্তাবের প্রতিবাদে এবং কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে গত শনিবার নগরীর সদর রোডে মানববন্ধন করেন সাবেক ও বতমান শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে যে কোন মূল্যে কলেজের নাম অপরিবর্তিত রাখার হুশিয়ারী দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বরিশালবাসীর দাবি তুলে ধরা হয়েছে।
সরকারি বরিশাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বরাবর দেয়া একটি স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, যথাযথ প্রক্রিয়ায় স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক আরো বলেন, প্রতি বছর অশ্বিনী কুমার দত্ত্বের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন থেকে সরকারি বরিশাল কলেজের নাম অশ্বিনী কুমার দত্ত্বের নামে করার দাবি জানানো হচ্ছে। তাদের দাবির প্রেক্ষিতে কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে করার প্রস্তাব শিক্ষা মন্ত্রনালয়ে পাঠিয়েছেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রনালয়।