সরকার বাতাসে ভাসছে, যেকোনো সময় ধসে পড়বে : বিএনপি

সরকার বাতাসে ভাসছে, যেকোনো সময় ধসে পড়বে : বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এখন সরকার হাওয়ায় ভাসছে। জনগণ নেই, ফাউন্ডেশন নেই। যেকোনো সময় ধসে পড়বে। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এ সরকারের পতন হবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, নির্বাচন কমিশন ৭ জানুয়ারির নির্বাচনে জালিয়াতিতে সহযোগিতা করেছে। আমাদের অবস্থান আগের মতোই আছে। যেখানে দেশের ৯৫ শতাংশ জনগণ ভোট বর্জন করেছেন, সেখানে লাঠিপেটা করে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কতদিন রাখা যাবে? এখন সরকার হাওয়ায় ভাসছে। জনগণ নেই, ফাউন্ডেশন নেই। যেকোনও সময় ধসে পড়বে। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এ সরকারের পতন হবে।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আন্দোলন তো এখনো দেখেননি কিছু। নির্বাচনের পর পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, ঠিক সেভাবেই এ দেশেও আন্দোলন হবে। আন্দোলন মাত্র শুরু হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের একটা ভিন্ন রূপ আছে। সেই রূপটা এখনো শুরু হয়নি।

Copied from: https://www.kalbela.com/politics/63398