উপজেলা নির্বাচনে থাকছে না নৌকার প্রার্থী

উপজেলা নির্বাচনে থাকছে না নৌকার প্রার্থী

দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন। এ অবস্থায় সোমবার (২২ জানুয়ারি) আওয়ামী লীগের জরুরি সভায় নতুন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গণভবনে অনুষ্ঠিত জরুরি সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

এ সময় দ্বাদশ সংসদের নারী এমপি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শিডিউল ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন নেত্রী।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের মধ্যে সৃষ্ট কোন্দল নিরসনে সংশ্লিষ্টদের ঢাকায় আনার জন্য বিভাগীয় কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
 
এদিকে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুত পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে ওদেরকে জেলে দেয়া হবে।’


শেখ হাসিনা এ সময় অভিযোগ করেন, ‘নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার।’