সাংবাদিক ইউনিয়ন বরিশালের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন বরিশালের ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার(১৩ এপ্রিল) নগরীর বান্দ রোডের অফিসার ক্লাবের ইউরো কনভেনশন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,অধ্যাপক শাহ সাজেদা,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন , বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার(অতিরিক্ত আইজিপি) মোঃ শাহাবুদ্দিন খান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু,নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার,সহকারী কমিশনার ভূমি সুব্রত কুমার বিশ্বাস, এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ নগরীর বিশিস্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।
সাংবাদিক ইউনিয়ন বরিশাল’র সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সদস্য সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।