সাংবাদিক রাহাত খানের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারে বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সদস্য, টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এবং ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপাের্টার ”রাহাত খান” এর বিরুদ্ধে একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে অনলাই নিউজ প্রােটালে উদ্দেশ্য মূলক মিথ্যা, বানােয়াট খবর প্রচার করে যাচ্ছে। এছাড়া তার সাংবাদিকতা সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্ন ফেসবুকে গ্রুপে উদ্দেশ্য মূলক মিথ্যা, বানােয়াট খবর শেয়ার করে যাচ্ছে।
এ ঘটনায় বরিশাল প্রেসক্লাব এর সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হােসেন সহকার্যকারী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
একই সাথে ঘটনার সাথে জরিত কুচক্রি মহলটিকে আইনের আওতায় এনে বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানাচ্ছে। মঙ্গলবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক এম মােফাজ্জেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।