কলাপাড়ায় গরুর হাটের চাঁদাবাজির অভিযোগে দুই ক্যাডার গ্রেপ্তার

কলাপাড়া উপজেলার পাখিমারা বাজোরে অবৈধ গবাদিপশুর হাটে চাদাবাজির অভিযোগে দুই ক্যাডারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে আল-আমিন ও মাসুদ সরদার। পাখিমারা বাজার থেকে এদের সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ ছয় জনকে আসামি করে কলাপাড়া থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে একটি চক্র গড়ে ওঠে। যারা পাখিমারা গিয়ে সশস্ত্র মহড়া দিয়ে চাঁদাবাজি করে আসছিল। পৌরশহরে আন্ধারমানিক নদীতে যে কোন স্থানে নৌকা-ট্রলার ভিড়লে চাঁদা আদায় করে আসছে। জুয়েল মাদক মামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি। এছাড়া জুয়েলের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। মাদক কারবারি হিসেবে পুলিশি তালিকায় তার নাম রয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, চাঁদাবাজি বন্ধে বাকি আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।