সাতক্ষীরায় প্রাথমিক পর্যায়ে ৬০ হাজার ডোজ করোনার টিকা পেল

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় এসে পৌঁছেছে ভারতের সিরাম ইনস্টিটিউট এর ৬০ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন ।
আজ রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত ভ্যাকসিন রিসিভ করেন। সমুদয় ভ্যাকসিন সাতক্ষীরা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত জানান, সরকারের নির্দেশনা সাপেক্ষে টিকাদান কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে । তিনি বলেন ১৮ বছর বয়স হতে ৭৯ বছরের মানুষের শরীরে ভ্যাকসিন প্রদান করা হবে । প্রথমে ১৫ শ্রেণীর মানুষের মাঝে করােনা ভ্যাকসিন দেওয়া হবে । তারা হলাে করােনা যােদ্ধা । যাদের প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়া হবে তারা হলেন সরকারী হাসপাতালে চিকিৎসকসহ হাসপাতালের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা, সকল রেজিষ্ট্রেশন ভূক্ত বেসরকারী হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা, মুক্তিযােদ্ধা , আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা , প্রতিরক্ষা কাজে নিয়ােজিত বাহিনীর সদস্যরা , রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা, , জনপ্রতিনিধিরা , গনমাধ্যম কর্মীরা , জনসেবায় সরাসরি সম্পৃক্ত প্রতিষ্ঠান , ধর্মীয় প্রতিনিধি , মৃতদেহ সংস্কার কার্যে নিয়ােজিত ব্যক্তিদ্বয় । এছাড়াও জরুরী কাজে নিয়ােজিত কর্মকর্তা-কর্মচারী , নৌ বন্দরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা , জেলা উপজেলায় অবশ্যকীয় জনসেবায় নিয়ােজিত কর্মকর্তা ও কর্মচারীরা, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা ।
তিনি আরাে জানান, ভ্যাকসিন নেওয়ার পূর্বে স্ব স্ব দপ্তরের প্রধানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ।