সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: শ.ম রেজাউল করিম

সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: শ.ম রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্নীতি ও অনিয়মের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের কেউ ন্যুনতম জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’। 

বুধবার সকালে বরিশালে বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে দুর্নীতির সংশ্লিষ্টতায় যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম এসেছে ইতিমধ্যেই তাকে ওএসডি করা হয়েছে। অপর দুই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ ব্যাপারে কাজ করা হচ্ছে। নিজের জায়গা থেকে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন তিনি। 

শ.ম রেজাউল করিম আরও বলেন, এর আগে এফ.আর টাওয়ারের ঘটনায় মন্ত্রণালয়ের ৬২জনের বিরুদ্ধে অভিযোগ আসায় এবং রূপপুরের ঘটনায় ৩০ জনের নাম আসায় কাউকে ছাড় দেয়া হয়নি। যেহেতু জি.কে শামীমের বিষয়টি তদন্তাধীন তাই তার বিষয়ে কোন মন্তব্য করেননি মন্ত্রী। মন্ত্রী বলেন, আমি নিজে অনিয়ম করি না, কারোর অনিয়ম বরদাশতও করবো না। 

এ সময় বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এমডি আব্দুস ছালাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ অন্যান্যরা তার সাথে ছিলেন।