সাহান আরা বেগমের বর্নাঢ্য জীবন অনুকরণীয়

সাহান আরা বেগমের বর্নাঢ্য জীবন অনুকরণীয়

৭৫-এর ১৫ আগস্টের শহীদ জননী, রাজনীতিক, সংস্কৃতিজন, মাতৃসম অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম অনন্য সংগ্রামী এক নারী। সাহান আরা বেগমের বর্ণাঢ্য জীবন অনুকরণীয়। আগামী প্রজন্মের মাঝে তাঁকে বাঁচিয়ে রাখতে হবে।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জননী সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বৃহষ্পতিবার নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভার শুরুতে সাহান আরা বেগমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভায় সাহান আরা বেগমের উপর লেখা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাপত্র উপস্থাপন করা হয়।

সভায় বক্তারা বলেন, সাহান আরা বেগমের বর্নাঢ্য জীবন অনুকরণীয়। আগামী প্রজন্মের মাঝে তার সংগ্রামী জীবনের আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাঁর কর্মময় জীবন এবং জীবন সংগ্রামের ওপর একটি স্মারক গ্রন্থ প্রকাশের জন্য অনুরোধ জানায় সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও আলোচকরা। একই সঙ্গে মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগমের নামে ট্রাস্ট প্রতিষ্ঠা এবং শিক্ষা বৃত্তি চালু করারও আহ্বান জানান তারা।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, ৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে বিদির্ণ শহীদ জননী সাহান আরা বেগমের কোলে থাকা আমাদের আজকের বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, সাংবাদিক ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, জাতীয় দৈনিকের বরিশাল ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জী, শহীদ আবদুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সম্পাদক পরিষদের সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক কবি নজমুল হোসেন আকাশ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, মো. সাইফুল ইসলাম, বরিশাল ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন। স্মরণ সভায় সাহান আরা বেগমের উপর লেখা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাপত্র পাঠ করেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহ সাধারণ সম্পাদক কাওসার হোসেন রানা।

অনুষ্ঠানে বরিশালের সকল সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।