সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকা বরাবরই ভারতের কাছে একটা শক্ত প্রতিপক্ষ। কারণ প্রোটিয়াদের দেশে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল একটাও টেস্ট সিরিজ জিততে পারেনি। আশা করা হয়েছিল, এবার কোহলির নেতৃত্বে যে টিম ইন্ডিয়াকে দক্ষিণ আফ্রিকা পাঠানো হয়েছিল, তারা হয়ত ইতিহাস বদলাতে পারবে। বইয়ের পাতা বদলালেও, ইতিহাস কিন্তু বদলাতে পারলেন না কোহলিরা। 

শুক্রবার কেপ টাউন টেস্টে ৭ উইকেটে হারলো ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে থাকার পরেও ২-১ ব্যবধানে হারের মুখ দেখল বিরাট কোহলির দল। চতুর্থ দিনে সিরিজ নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। এদিন মাত্র ১ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ২০০৭ সালে এই মাঠেই ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১১ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা।