বিসিসি কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেপ্তার

বিসিসি কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেপ্তার

বরিশাল মগড়পাড়া এলাকার এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ কারার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার  নিশ্চিত করেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে আসামীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, স্থানীয় মগড়পাড়া এলাকার বাসিন্দা মোসা: হাসিনা আক্তার, পিতা: সৈয়দ আলি আব্দুল্লাহ কাঞ্চন। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে হাসিনাকে ধর্ষণ করার অভিযোগে তিনি বাদী হয়ে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় কাউন্সিলার আবুল কালাম মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, মামলার সংবাদ পেয়ে আসামি কালাম মোল্লা বরিশাল থেকে পালিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন। পালিয়ে যাওয়ার সময় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক তাকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। আগামীকাল শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।