সীমান্তে নিরাপত্তা জোরদার ও দুর্নীতি রোধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দৃঢ়ভাবে বলেছেন, দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। "আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ প্রবেশ করতে পারবে না," রোববার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে, এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব মন্তব্য করেন।
সীমান্ত বিরোধ নিয়ে তিনি বলেন, "আগের সরকার কিছু বিষয়ে ছাড় দিত। আমরা অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না। এ কারণে কিছু ছোটখাটো সমস্যা তৈরি হয়েছে। তবে আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠকে এ সমস্যাগুলোর সমাধান হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে যে বিরোধ চলছে, তা আলোচনার মাধ্যমে মীমাংসা করা হবে।"
সিভিল সার্ভিস সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "চাকরি হারানোর ভয় না থাকায় অনেক সিভিল সার্ভিস কর্মী সেবায় অনীহা দেখান। যদি শৃঙ্খলা বজায় থাকত, তবে রাজনৈতিক লেজুড়বৃত্তির সংস্কৃতি ক্যাডারদের মধ্যে থাকত না।"
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, "দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমার পরিচয় ব্যবহার করে কেউ যদি সুবিধা নিতে চায়, তাহলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।"
জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের গুরুত্বারোপ করে জাহাঙ্গীর আলম বলেন, "তাদের কর্মসংস্থানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "আমাদের সঠিক দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা থাকলে সেগুলোর তথ্য জনসমক্ষে তুলে ধরুন। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে অটল।"