বরিশালে ১০০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

বরিশারে করোনায় কর্মহীন ১০০০ অসহায় মানুষকে খাদ্য সহায়দা দিয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা খাদ্য উপহার হিসেবে ওই সাহয়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতার মধ্যে রয়েছে চাল, আলু, তেল এবং লবন। এছাড়াও ৬০জন ফটোসাংবাদিককে আর্থিক সহাযতা প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই সহায়তা তুলে দেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।
জেলা প্রশাসন বরিশালের আয়োাজনে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মো. ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, ,বরিশাল সদর উপজেলা নির্বাহী কমকতা মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. সাইফুর ইসলাম বাদল বলেন, করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এসব অসহায় মানুষের পাশে থাকার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। এই কাজে সবার এগিয়ে আসা দরকার। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর এই সহায়তা অসহায় মানুষের কাছে পৌছে দেওয়া হবে।
জেলা প্রশাসক জসীম উদ্দীদ হায়দার বলেন, বরিশালে যাদের সহায়তা প্রয়াজন তাদের একটি তালিকা করা হয়েছে। ওই তালিকা থেকে প্রথম ধাপে ১০০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্যসামগ্রি তুলে দেওয়া হয়েছে। এর পরের ধাপে তালিকার বাকিদের মাঝে এই উপহার তুলে দেওয়া হবে। একই সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত ৬০জন ফটোসাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহযোাগিতা অব্যাহত থাকবে।