সুনামগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

সুনামগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু


সুনামগঞ্জের ছাতক পৌর শহরে করোনয় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। নিহত মুক্তিযোদ্ধার নাম পিয়ার মিয়া(৭৫)। তিনি ছাতক পৌর শহরের বাঘবাড়ি এলাকার বাসিন্দা। 

নিহত মুক্তিযোদ্ধাকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয। শুক্রবার ভোরে তিনি সিলেটের নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

এ নিয়ে জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজনই ছাতক উপজেলার।

সুনামগঞ্জ সিভিল সার্জন মো শামস উদ্দিন জানান, এ বীর মুক্তিযোদ্ধা বুধবার করোনা উপসর্গ নিয়ে সিলেট নর্থইস্ট মেডিকেলে ভর্তি হন। সেখানে তার করোনার চিকিৎসা করা হয়। বৃহস্পতিবার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আসে। শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীর জানান, সকাল ১১টায় করোনায় নিহত মুক্তিযোদ্ধাকে যথাযোগ্য ভাবে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। তিনি নিজে উপস্থিতি থেকে দাফন সম্পন্ন করেন। 

এদিকে সুনামগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে ৩১ জনসহ ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন দুজন।