সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল

এমভি সুরভী-৯ লঞ্চের স্টাফদের লঞ্চযাত্রী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশাল থেকে যাত্রা বাতিল করেছে বিআইডাব্লিউটিএ।
রবিবার সকাল ১০টার দিকে বরিশাল নদী বন্দরে নোঙ্গর করার পরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা নদী বন্দরে গিয়ে নির্যাতনের ভিডিওচিত্র তুলতে গেলে দুইজন ক্যামেরাপার্সনকে মারধর করে হামলাকারীরা।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বরিশালে যাত্রী ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল থাকবে।
হামলার ঘটনায় আহত দুই সাংবাদিক হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার দেওয়ান মোহন এবং চ্যানেল টুয়েন্টিফোরের বরিশাল অফিসের ভিডিওগ্রাফার রুহুল আমিন।
এর আগে ঢাকা-বরিশাল নৌ পথে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি সুরভী-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় লঞ্চের কর্মীরা।