স্ত্রী ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে পেটানোর অভিযোগ

স্ত্রী ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে পেটানোর অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রী গনধর্ষন ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে (স্বামী) পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পশ্চিম চাপলী গ্রামে এই হামলায় আহত সিদ্দিককে গুরুতর অবস্থায় ভর্র্তি করা হয়েছে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় দৃস্টান্তমূলক বিচার দাবী করেছেন স্বজনরা।  আহত মো. সিদ্দিক হাওলাদার (৩৫) একই এলাকার বাসিন্দা।

সিদ্দিকের ভাই কবির হাওলাদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির অদূরে একটি চায়ের দোকানে বসেছিলেন সিদ্দিক। এ সময় ৭-৮জনের একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে নির্মমভাবে সিদ্দিককে পিটিয়ে আহত করে। এতে তার দুই পা এবং এক হাত ভেঙ্গে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। রক্তাত্ব অবস্থায় প্রথমে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ওইদিন রাত ৩টায় তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানান, ৫/৬ মাস আগে আহত সিদ্দিকের স্ত্রীকে গনধর্ষন করে স্থানীয় বখাটেরা। এদের বিরুদ্ধে মামলা করে ধর্ষিতার স্বামী সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় মাসখানেক হাজতবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আসামীরা বাদীকে নানা ধরনের হুমকী দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল সিদ্দিকের উপর হামলা চালায় তারা। এ ঘটনায় যথাযথ বিচার দাবী করেছেন আহতের পরিবার।

এদিকে শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক জানান, আহতের শরীরের বিভিন্ন ক্ষতের চিহ্ন রয়েছে। পরীক্ষার-নীরিক্ষার পর তার শারীরিক অবস্থা জানা যাবে। তবে তার যথাযথ চিকিৎসা চলছে।
ভক্সপপ- কবির হাওলাদার, আহতের ভাই।
ভক্সপপ- নুর আলম হাওলাদার, আহতের চাচাতো ভাই।
সট- ডা. মো. বাকির হোসেন, পরিচালক, শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।