সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি

অল্পের জন্য সড়ক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফ্লোরিডার রাস্তায় মেসি গাড়ির সাথে আরো কয়েকটি গাড়ির ধাক্কা লাগার অবস্থা তৈরি হয়েছিল বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম।
এই সময় মেসির গাড়ির পিছনেই ছিল পুলিশের গাড়ি। কিন্তু তারা পিছনে থাকায় মেসির গাড়িটিকে আটকাতে পারেনি। মেসি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন কি না তাও জানা যায়নি। তবে তিনি যে গাড়ির ভিতরে ছিলেন তা বোঝা গিয়েছে। আমেরিকার বিভিন্ন চ্যানেলে সেই ঘটনার ভিডিও দেখানো হয়েছে।
কিছু দিন আগেই মেসিকে দেখা গিয়েছিল ফ্লোরিডার একটি শপিং মলে সপরিবার বাজার করতে। সন্তানদের জন্যে খাবার কিনছিলেন তিনি। মেসি যে নিজেই জিনিসপত্র কিনতে চলে আসবেন এ ভাবে, সেটা কেউই ভাবতে পারেননি। আশেপাশের লোকেরা অবাক হয়ে যান। তবে সেটা কিছু ক্ষণের জন্যেই। মেসিকে দেখে তাঁর আশেপাশে অনেকেই জড়ো হয়ে যান। ছবি তোলার অনুরোধ করতে থাকেন।
সূত্র: মার্কা, ডেইলি মেইল