৬৩ হাজার পিস ইয়াবা ধ্বংস কলাপাড়ায়

পটুয়াখালীর কলাপাড়ায় র্যাবের অভিযানে জব্দকৃত ৬৩ হাজার পিস ইয়াবা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এতিমখানাস্থ আদালত প্রাঙ্গণে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোভন শাহরিয়ারের উপস্থিতিতে এসব ইয়াবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় কলাপাড়া থানার এসআই শওকত জাহান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. জাকির হোসেন, জিআরও মো. মুনছুর আলম, মো. জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০২ মে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে। এসময় র্যাব মাদক ব্যবসায়ী বাবুল মৃধা (৪৫), হাসিনা (২২), ইউসুফ আলী (২৭), সালাম (২৭), নূর আলম (২৬), ইউছুফ (২৬), শাহজাদা (২৪) ও জামালকে (২৪) ওই পরিমাণ ইয়াবাসহ আটক করে।
এ সময় একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আসামিদের দুজনের বাড়ি কলাপাড়া উপজেলায় এবং বাকি ছয়জনের বাড়ি পাশের বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।