হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যাকারীদের কঠোর বিচারের দাবী বরিশালে

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যাকারীদের কঠোর বিচারের দাবী বরিশালে

হবিগঞ্জ সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহনের সময় সন্ত্রাসী হামলায় টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও টেকনোলজি শিক্ষার্থীদের ব্যানারে  বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও টেকনোলজি শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক রাকিবুল হাসান ফয়সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়াহিদুল ইসলাম শাওন, নাজমুল ইসলাম রাকিব, অন্তরা আক্তার ও মাসুদ রানা সহ অন্যান্যরা। 

বক্তারা হবিগঞ্জে সরকারী দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন। ##